সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বাল্য বিবাহ প্রতিরোধ প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত

আরো খবর

অভয়নগর প্রতিনিধি
অভয়নগরের চলিশিয়া ইউনিয়ন পরিষদে নারীর প্রতি সহিংসা প্রতিহত করণ আইন, শিশু আইন, বাল্য বিবাহ প্রতিরোধ এবং পর্ণ গ্রাফি বন্ধে ইউনিয়ন পর্যায়ে এলাকার সকল শ্রেণির ব্যাক্তিদের নিয়ে এক দিনের প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়।
সোমবার (৬ জুন) সকালে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু ও মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা ও প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, ইউপি সচিব আবু রাসেল, ইউপি সদস্য মানিক বিশ্বাস, জোহুর মোল্যা, রবিউল ইসলাম রবি, গোলাম রসুল তরফদার, কামাল হোসেন, ফারুক শেখ, হাফিজুর রহমান খান, রবিউল ইসলাম শেখ, শাহিনুর আহমেদ, সংরক্ষিত মহিলা সদস্য, আমেনা ইসলাম, সেলিনা বেগম, শাহানাজ বেগম ও অনান্য পেশাজীবী ব্যাক্তি বর্গ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, হাফেজ মোহাম্মাদ শাহাজান। গীতা পাঠ করেন, গোবিন্দ চক্রবর্তী।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ