রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বিপুল ফারাজীর নেতৃত্বে শোক দিবস পালন

আরো খবর

বাঘারপাড়া প্রতিনিধি :স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে রোববার (২৭ আগস্ট) যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ নির্বাচনী এলাকার দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।
এদিন বিকেলে হিদিয়া-ইছামতি বাজারে অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শুভরাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস।
উপস্থিত ছিলেন, শুভরাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহির খাঁ, যুগ্ম সম্পাদক জগদীশ শিকদার, শুভরাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ওমর আলী মোল্যা, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পান্নু শেখ, সহসভাপতি আলমগীর শেখ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমীর আলী মোল্যা, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আকছির ফকির, স্থানীয় আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান, চলিশিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শিতল কান্তি মন্ডল। এছাড়া প্রধান অতিথি ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সরদার, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আলমগীর সিদ্দিকী, জামদিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, বাঘারপাড়ার দোহাকুলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাসান, সাবেক ইউপি সদস্য পলাশ হোসেন, স্বেচ্ছাসেবক নেতা শরিফুল ইসলাম লাদেন প্রমুখ।
সভায় প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী বঙ্গবন্ধুসহ সকল শহীদের প্রতি স্মৃতিচারণ করেন। সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা করে তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা চাননি, তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল।
একইসাথে সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তরুণ এ আওয়ামীলীগ নেতা।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ