অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতাময়ী মাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) তানজিলা আখতারের সভাপতিত্বে এ লক্ষে এক আলোচনা সভা ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শামীম হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় শতাধিক দুঃস্থ ও অসহায় নারী অংশ গ্রহন করে। এ সময় ৭ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

