সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আরো খবর

অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে সার মজুদ করার অপরাধে ২ প্রতিষ্ঠানকে নগদ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার  সন্ধ্যায়  নওয়াপাড়ার অদূরে চেঙ্গুটিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানজিলা আখতার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী। জানা যায়, চেঙ্গুটিয়া বাজারের সান এন্টারপ্রাইকে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয। একইসময় বাজারের মোসলেম এন্টারপ্রাইজের কোন লাইসেন্স না থাকা সত্বেও বিভিন্ন ধরনের সার বিক্রি ও মজুদ করার অভিযোগে নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ইউরিয়া ২৫ কেজি,এম ও পি ১০ বস্তা, টিএসপি ৩০ বস্তা, ডিএপি  ১১ বস্তা সার বাজেয়াপ্ত  করা হয়।
অতিরিক্ত মূল্যে ইউরিয়া সার বিক্রি ও অবৈধ উপায়ে মজুদ করার অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা যায়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ