অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে আবু কাজেম ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম আবু কাজেম এর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুম আবু কাজেম এর সুযোগ্য পুত্রগণ এ দোয়া মাহফিলের আয়োজন করে। আবু কাজেম ফাউন্ডেশনের পরিচালক, মরহুম আবু কাজেম এর পুত্র ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আরশাদ পারভেজের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন নওয়াপাড়ার পীর কেবলা হযরত খাজা রফিকুজ্জামান শাহ্। আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়ার গদ্দীনশীন পীর শাহ্ আব্দুল্লাহ বুখারী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা লীগ নেত্রী মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শামিম হাসান, জেইউজে’র সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, প্রখ্যাত শ্রমিক নেতা ও সাবেক পৌর প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা, আওয়ামী লীগ নেতা সানা আব্দুল মান্নান, গাজী নজরুল ইসলাম, ইব্রাহিম হোসেন বিশ্বাস, ফারাজী নজরুল ইসলাম, আনিসুর রহমান মিন্টুসহ ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, শিক্ষকসমাজসহ সর্বস্তরের ১০ সহস্রাধিক মানুষ অংশ গ্রহন করেন।

