নওয়াপাড়া পৌর প্রতিনিধিঃ
অভয়নগর উপজেলা পরিষদের সভাকক্ষে নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টার সময় মৎস্য অফিসার
মোঃ ফারুক হোসাইন সাগরের সভাপতিত্বে শুরু হয়, প্রথমে মৎস্য অফিসার সপ্তাহ ব্যাপি মৎস্য সপ্তাহের সাতদিনের কর্মসূচি ঘোষণা করে সাংবাদিকদের অবহিত করেন। এবং সকল কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ঐ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। ঐ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আহম্মেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, মোল্লা খলিলুর রহমান, মোঃ কামাল হোসেন প্রমুখ।

