শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

‘অসম্ভব কিছু না, আমরা ৬ ম্যাচের ছয়টাই জিততে পারি’

আরো খবর

বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমান অল্পভাষী। খুব একটা কথা বলতে দেখা যায় না তাকে। বেশিরভাগ সময় প্রশ্ন শোনার পর মোস্তাফিজ বলেন ‘কী উত্তর দেব’।

আইসিসির ভেন্যু ম্যানেজারের তাগাদায় প্রায় আধঘণ্টার অপেক্ষা শেষে সহকারী কোচ নিক পোথাস ও সেই স্বল্পভাষী মোস্তাফিজকে নিয়ে মিক্সড জোনে আসেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবেদ ইমাম। মুখোমুখি হতে হয় গণমাধ্যমের।

শুক্রবার মোস্তাফিজকে দেখে বাংলাদেশি সাংবাদিকদের চোখে একটু বিস্ময়। সাংবাদিকদের বড় প্রশ্নকে ছোট উত্তর দিলেন ফিজ। তিন ম্যাচের দুটিতে বড় ব্যবধানে হেরে এখনো বড় আশা তার। বললেন, অসম্ভব কোনো কিছু না। আমরা ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি।

তবে মোস্তাফিজ আফসোস করে বলেন, আমরা পেসাররা শুরুটা ভালো করেছিলাম। আমাদের যদি আরও ৩০ রান বেশি হতো তাহলে আরও সুযোগ থাকত। ওরা আরেকটু ঝুঁকি নিয়ে খেলত। ২৮০-এর মতো হলে ভালো কিছু হতো।

শুরুতে ব্যাটাররা বোলারদের ভালো সংগ্রহ এনে দিতে পারছে না। তবে সতীর্থ ব্যাটারদের এ ব্যর্থতার পরও তাদের নিয়ে আশাবাদী মোস্তাফিজ বলেন, আশা করি ব্যাটারদের ভালো দিন আসছে।

আরো পড়ুন

সর্বশেষ