শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অসামাজিক কার্যাকালাপের অভিযোগে পাটকেলঘাটায় নারীসহ আটক ৪ 

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃঅসামাজিক কার্যাকালাপের অভিযোগে  সাতক্ষীরার পাটকেলঘাটার পল্লী থেকে তিন নারী সহ ৪জনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার(১১জুলাই)  রাতে তাদের পাটকেলঘাটা থানার তৈলকুপি এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন,জেলার সদর উপজেলার আরশ নগর এলাকার নফর আলী শেখের ছেলে, আছাদুল শেখ,তালা  উপজেলার ঘোনা এলাকার ছামসুর রহমানের মেয়ে মেরিনা বেগম একই এলাকার মৃত ইছাব্বীর রহমানের মেয়ে রোকেয়া খাতুন ও  খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা মৃত আতিয়ার হোসেনের মেয়ে রহিমা খাতুন।
পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার(এ. এস. আই) গোলাম হোসেন জানান, মঙ্গলবার রাতে তৈলকুপি সাধুকা পাড়ায় একটি বাড়িতে অসামাজিক কার্যাকালাপ হচ্ছে এখন খবর পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। ওই সময় ৩নারীসহ সহ একজনকে আটক করা হয়।পরবর্তীতে তাদের বিরুদ্ধে থানায় ২৯০ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-৭। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা  (ওসি) মাহামুদ হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে আটকৃতদের ওই  মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ