প্রেস বিজ্ঞপ্তি:সুবিধাবঞ্চিত প্রবীণদের নিয়ে ফল উৎসব করলো আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। সোমবার সন্ধ্যায় আইডিয়া মিলনায়তনে সুবিধাবঞ্চিত প্রবীণ মানুষদের এই ফলাহারে যুক্ত হন আমেরিকার অঙ্গরাজ্য টেক্সাস এর ‘সানাবিল ফাউন্ডেশন’ থেকে আসা ৭ জন প্রবাসী প্রতিনিধি।
৫০ জন সুবিধাবঞ্চিত প্রবীণের জন্য এই আয়োজনে ছিল নানান রকম ফল ও মিষ্টির আয়োজন। আইডিয়ার প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক হামিদুল হক জানান, আইডিয়া সমাজকল্যাণ সংস্থার নিয়মিত আয়োজনের একটি প্রবীণদের সাথে ফলাহার উৎসব। আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে এমন হাজারো প্রবীণ রয়েছেন যাদের বয়স অনুযায়ী তারা ফলের স্বাদ গ্রহণ করতে পারেন না সামর্থ্যের জন্য। তাদের খুঁজে বের করেই স্বেচ্ছাসেবকরা এই আয়োজন করে। তৃপ্তিভরে তারা ফল গ্রহণ করেন এবং বাড়ির জন্যও নিয়ে যান।
আয়োজনে উপস্থিত ছিলেন টেক্সাস থেকে আগত সানাবিল ফাউন্ডেশন’র সভাপতি আবু বেলাল। তিনি বলেন, ‘এখানে এসে এমন আয়োজনে মুগ্ধ হচ্ছি। আমার সাথে আমার বাবাও আছেন, তিনিও প্রবীণ। তিনিও মুগ্ধ।’ সানাবিল ফাউন্ডেশনের সহ-সভাপতি মোহাম্মদ চৌধুরী জানান, ‘দীর্ঘ ২৩ বছর পর দেশে এসেছি। আইডিয়া এমনভাবে সম্মানিত করবে আমরা কল্পনা করিনি। সত্যিই অভিভূত। সুবিধাবঞ্চিত এই মানুষদের হাসি আমাদের মুগ্ধ করছে।’
আইডিয়ার প্রবীণদের ফল উৎসব

