নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার আইডিয়ার উদ্যোগে ব্যতিক্রমী আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবকদের নিয়ে ‘পেশাগত উন্নয়ন কর্মশালা।’ অনুষ্ঠানে মূল উপস্থাপক ছিলেন আইডিয়ার স্বপ্নদ্রষ্টা এবং প্রধান উপদেষ্টা সরকারি মাইকেল মধুসূদন কলেজ’র সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. হামিদুল হক শাহীন। পাশাপাশি প্রশিক হিসেবে ছিলেন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার নির্বাচিত সভাপতি সোমা খান, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক মিতালি বালা, আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের সভাপতি তানজিয়া জাহান মমতাজ, আইডিয়া স্পোকেন (দ্যা গেইম মেথড) এর কোর্ডিনেটর নাবিলা সুলতানা এবং উইনি অনলাইন গ্রুপের নির্বাহী প্রধান মলিকা আফরোজ।
কর্মশালা প্রসঙ্গে সহকারী হামিদুল হক বলেন, ‘পুঁথিগত বিদ্যা ছাড়াও আমাদের শিার্থীদের প্রয়োজন অনেক বেসিক স্কিল ডেভেলপ করা, যা গতানুগতিক পাঠ্যপুস্তকে নেই। ফলে চাকরির বাজারে সার্টিফিকেট থাকলেও বাড়ছে বেকারত্ব, আবার শেখার যথাযথ সুযোগও তারা পাচ্ছে না। তাই এমন কর্মশালার আয়োজন শিার্থীদের সববিষয়ে দতা বৃদ্ধিতে সাহায্য করছে প্রতিনিয়ত।’
কর্মশালার আয়োজক নাবিলা সুলতানা বলেন, ‘বিনামূল্যে আইডিয়া স্পোকেন প্রফেশনাল লেভেল ইংলিশ স্পিকিং কোর্স’র অন্তর্ভুক্ত ২০ জন শিার্থীকে নিয়েই ছিলো মূলত এই কর্মশালা। ইংরেজিতে দতা অর্জনের পাশাপাশি তাদের প্রশিণ দেওয়া হলো- মার্কেটিং, কাস্টমার ম্যানেজমেন্ট, নানান এটিকেট-ম্যানার, লাইভ’র খুঁটিনাটি ইত্যাদি বহু বিষয়ের উপর।’
আইডিয়া স্পোকেন’র শিার্থী শাহরিয়ার খান প্রান্ত জানান, এখানে আমরা বিনামূল্যে শিখছি, সাথেই পাচ্ছি মাসিক শিাভাতা। ইংরেজির পাশাপাশি আজকের সেশনে কর্পোরেট বিহেভিয়ার থেকে শুরু করে যা যা শিখলাম- সেগুলো জীবনে নতুন অধ্যায় চেনালো। নিজের মধ্যে থেকে একটা শুভ পরিবর্তন ল্য করছি প্রতিনিয়ত।’

