রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

আইন পেশায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন এ্যাড. ওয়াজিউর রহমান

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:
আইন পেশায় বিশেষ অবদানের জন্য কেশবপুরের কৃতি সন্তান ওয়াজিউর রহমান পেলেন
শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১। সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশনের
উদ্যোগে গত ১৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ঢাকার বিজয়নগরের একটি হোটেলে স্বাধীনতার
সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে
তাকে এ সম্মাননা দেয়া হয়। তিনি যশোর জেলা জজকোর্টের আইনজীবী। অ্যাওয়ার্ড
প্রদানের পূর্বে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশনের মহাসচিব মোঃ আর. কে.
রিপনের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া, সাবেক তথ্য সচিব ও সংগঠনের উপদেষ্টা
সৈয়দ মার্গুব মোর্শেদ প্রমুখ। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও
রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এ্যাডভোকেট ওয়াজিউর রহমান কেশবপুর উপজেলার লক্ষ্মীনাথকাটি গ্রামের
বাবা খোশদেল মোড়ল ও মাতা আছিয়া বেগমের সুযোগ্য পুত্র।
এ বিষয়ে ওয়াজিউর রহমান বলেন, আমাকে ‘শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১’ এর
জন্য নির্বাচিত করায় আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এমন একজন মহান
নেতার নামে সম্মাননা পাওয়া আমার ও কেশবপুর বাসীর জন্য আনন্দের এবং গৌরবের। এই সম্মাননা ও সনদপত্র আমার পেশায় অনুপ্রেরণা জোগাবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ