শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আইপিএলের কড়া সমালোচনা করলেন মাশরাফি

আরো খবর

আইপিএল নিয়ে কড়া সমালোচনা করলেন বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার দাবি, বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তাকে ব্যবহার করা হলেও টাইগার ক্রিকেটারদের তেমন সুযোগ দেওয়া হয় না।

 

মাশরাফি বলেছেন, আমি আইপিএল নিয়ে চিন্তিত নই। লিটন আইপিএলে খেলার সুযোগ পাবে কি পাবে না, তা নিয়েও ভাবছি না। কিছু যায়-আসে না। আমি শুধু বাংলাদেশ দল নিয়ে চিন্তিত। বাংলাদেশ ভালো খেললেই আমরা খুশি।

 

মাশরাফি আরও বলেছেন, লিটন-মোস্তাফিজ আইপিএল খেলতে গেছে এটা খুব ভালো খবর। আমাদের মোস্তাফিজ চাটার্ড বিমানে করে আইপিএল খেলতে গেছে। তাও বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। আসলে ওখানে অনেক কিছু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জিনিস দেখে আমরা উত্তেজিত হই। বাংলাদেশ ক্রিকেটের একটা ভালো জনসমর্থন রয়েছে। ওরা সেটা ব্যবহার করতেই পারে। আমাদের ক্রিকেটারদের যথেষ্ট যোগ্যতা রয়েছে। আমরা চাই ওরা প্রতিযোগিতায় খেলার সুযোগ পাক। কিন্তু সেটা কী হয়! তাই এটা নিয়ে বেশি না ভাবাই ভালো।

 

মাশরাফি নিজেও অতীতে আইপিএল খেলেছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই আইপিএলের সমালোচনা করেছেন তিনি।

 

আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্স দলে আছেন লিটন দাস। মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজ দিল্লির প্রথম ম্যাচ থেকেই দলের সঙ্গে আছেন, কিন্তু খেলতে পেরেছেন চতুর্থ ম্যাচে।

অন্যদিকে লিটন দলের সঙ্গে যোগ দেওয়ার পর এখনও কোনো ম্যাচ খেলেননি কেকেআরের হয়ে। আজ সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ম্যাচ খেলবে কেকেআর। লিটন একাদশে সুযোগ পাবেন কিনা সময়ই বলে দেবে।

আরো পড়ুন

সর্বশেষ