শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আইপিএলে যাওয়ার বিষয়ে যা বললেন সাকিব

আরো খবর

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হয়েছে। ১৬তম আসরে অংশ নিতে ইতোমধ্যে ভারতে গেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজ আইপিএলে যোগ দিলেও এখনো যোগ দিতে পারেননি সাকিব আল হাসান ও লিটন দাস। দুজনই রয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে। জানা গেছে, আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেই তারা যুক্ত হবেন আইপিএলে। এ বিষয়ে এবার মুখ খুললেন সাকিব আল হাসান।

তিনি বলেন, ‘বোর্ড থেকে আগে থেকেই যখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানতে চায় কবে থেকে খেলতে পারব, পুরো সময় অ্যাভেইলেবল আছি কিনা। সেই সময় এনওসির মতোই আসলে ওদের জানিয়ে দেওয়া হয়, কবে থেকে শুরু আর কবে পর্যন্ত খেলতে পারব। সেখানে ছিল আমাদের যখন আন্তর্জাতিক কমিটমেন্ট থাকবে তখন বিসিবি এলাউ করবে না। সেভাবে বিসিবি করেছে, ওভাবেই আমরা অনাপত্তি সনদ (এনওসি) পেয়েছি।’

মোস্তাফিজুর রহমানের এনওসি নিয়ে সাকিব বলেন, ‘মোস্তাফিজ যদি টেস্ট দলে জায়গা পেত তা হলে হয়তো তারও এখানে থাকতে হতো। সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত হোক, ও যেহেতু টেস্ট দলে নেই, তাই যেতে পেরেছে আগে।’

আরো পড়ুন

সর্বশেষ