শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য হলেন লেখক ভট্টাচার্য

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মণিরামপুর উপজেলার কৃতি সন্তান লেখক ভট্টাচার্য।

শনিবার (১০ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ১৫৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে মোজাফফর হোসেন পল্টুকে চেয়ারম্যান, হারুনুর রশিদ কো-চেয়ারম্যান এবং মাশরাফী বিন মোর্তজাকে সদস্য সচিব করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কমিটি অনুমোদন দিয়েছেন।

এবার সংসদ সদস্য, সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সাবেক ছাত্রলীগ নেতাসহ দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বদের প্রাধান্য দিয়ে ২০২৩-২০২৬ মেয়াদের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটি গঠন করা হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য মনোনীত করায় আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্তজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লেখক ভট্টাচার্য।

অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করে লেখক ভট্টাচার্য বলেন, আমার ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে সততা, নিষ্ঠা, মেধা এবং দক্ষতা দিয়ে যথাযথভাবে তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে সবার দোয়া ও সহযোগিতা চান সাবেক এই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা।

আরো পড়ুন

সর্বশেষ