শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

 আওয়ামী লীগের  নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল

আরো খবর

 

নড়াইল প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারুণ্যের প্রতীক নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজাসহ নব-গঠিত কেন্দ্রীয় কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ উপলক্ষে একটি আনন্দ মিছিল জেলা আওয়ামী লীগ কার্যালয় এর সামনে বঙ্গবন্ধু মঞ্চচত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের রূপগঞ্জ বাজারের প্রজন্ম চত্বরে এসে শেষ হয়। পরে ওই স্থানে নব-গঠিত কেন্দ্রীয় কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সুবাস চন্দ্র বোস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলুসহ অনেকে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সরদার আলমগীর হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেন, জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এস এম পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভ’ইয়া ও সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরাসহ জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মি এ সময় উপস্থিত ছিলেন।##

 

আরো পড়ুন

সর্বশেষ