শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে – শহিদুল ইসলাম মিলন

আরো খবর

ঝিকরগাছা প্রতিনিধি:জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসা মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র মোকাবিলায় সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের ঐকবদ্ধ হতে হবে।দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
সভায়বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন ফিল কমান্ডার আব্দুস সাত্তার, যুদ্ধকালীন থানা ছাত্রলীগের সভাপতি আব্দুল লতিফ, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক একেএম আমানুল কাদির টুলু, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অহিদুল ইসলাম তরফদার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী।

আরো পড়ুন

সর্বশেষ