ভ্রাম্যমাণ প্রতিনিধি। মণিরামপুর:মণিরামপুরে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর উপজেলা হলরুমে উপজেলা শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় মণিরামপুর উপজেলা শ্রমিকলীগ নেতা চিন্ময় মজুমদার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপণ ভট্টাচার্য্য এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগ নেতা মোঃ নাসির উদ্দিন,জবেদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান, তরুণ আওয়ামীলীগ নেতা বশির আহমেদ খান, উপজেলা ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, শ্রমিকলীগ নেতা জিএম মুনছুর আলী, মেহেদী হাসান,জয়নাল পাঠোয়ারী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা স্বপণ ভট্টাচার্য্য সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং আগামী নির্বাচনে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

