শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে কাস্টম হাউজ বেনাপোল

আরো খবর

বিশেষ প্রতিনিধি: আগামী শুক্র ও শনিবার (১১-১২ জুলাই) সরকারি বন্ধের দুই দিন বেনাপোল কাস্টম হাউজ খোলা রাখার নির্দেশ দিয়েছে (এনবিআর)। বৃহস্পতিবার (১০ জুলাই) কাস্টমস নীতির প্রথম সচিব মোঃ রইচ উদ্দিন খানের সই করা নির্দেশনা সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক নীতি শাখা থেকে কাস্টম হাউজ বেনাপোল, ঢাকা কাস্টম হাউজ, চট্টগ্রাম কাস্টম হাউজ, আইসিডি কাস্টম হাউজ, মোংলা ও পানগাঁও কাস্টম হাউজকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, আমদানি-রপ্তানির তথ্য ও শুল্কের হিসাব রাখার মাধ্যম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম ধীরগতি থাকায় গত কয়েকদিন বৈদেশিক বাণিজ্যের ‘পণ্যচালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্থ হয়েছে।
এমন প্রেক্ষাপটে সব কাস্টম হাউজকে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন’ রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব ব্যবসায়ী সংগঠন, সরকারি সংস্থা ও আমদানি-রপ্তানি সংক্রান্ত সমিতিদেরকে অবহিত করা হয়েছে।

তবে এবিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা বিরূপ মন্তব্য করেছেন, তারা জানিয়েছেন ঘোষণাটি ১ দিন আগে করা উচিত ছিলো।  অনেক কর্মকর্তা হাউস ছেড়ে পরিবারের উদেশ্য পাড়ি দিয়েছেন। হাউস খোলা থাকলেও অনেকে কর্মস্থলে অনুপস্থিত থাকবেন বলে শুল্কায়নের কাজ সম্পন্ন হবে না। 

আরো পড়ুন

সর্বশেষ