শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আপনাদের সন্তান হিসেবে আমাকে ভোট দিন-কেশবপুরে আজিজুল ইসলাম

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: সোমবার কেশবপুরের বিভিন্ন স্থানে দিনভর গণসংযোগ করেছেন ঈগল মার্কার প্রার্থী আজিজুল ইসলাম। তিনি সারা দিন ৮ নম্বর সুফলাকাঠী ইউনিয়ন ও ৯ নম্বর গৌরীঘনা ইউনিয়নে  উঠান বৈঠক পথসভা ও গণসংযোগ করেন এবং স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, আমি কেশবপুরের সন্তান। আমি আপনাদের কারো ভাই, কারো বন্ধু আবার কারো সন্তান। আমি আপনাদের মাঝে কেশবপুরের সন্তান হিসেবে থাকতে চাই। আমি প্রায়ত সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক তথা সাদেক পরিবারের অনুসারী।

সাদেক সাহেব এবং ইসমাত আরা সাদেক যে ভাবে কেশবপুরকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আমি সেভাবে কেশবপুরকে এগিয়ে নিয়ে যাবো। তাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। আমি আমার জীবনের তোয়াক্কা না করে আজ কেশবপুর বাসির মুক্তির লক্ষ্যে আপনাদের দ্বারে দ্বারে এসেছি। আমার জীবন বাজী রেখে আপনাদের সাথে আছি এবং থাকবো।

আপনারা আগামী ৭ জানুয়ারী আপনাদের মূল্যবান ভোট ঈগল প্রতিকে দিয়ে কেশবপুরের প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রাম ও প্রতিটি মহল্লাকে নতুন করে সাজাতে আমাকে সহযোগিতা করবেন। সুখে দুখে সবসময় আমাকে পাশে পাবেন। আমার কাছে যেতে কোন দালাল লাগবে না।

এসময় তার সাথে স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত িিছলেন।

আরো পড়ুন

সর্বশেষ