শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আবারো আলোচনায় বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোর ১ শার্শা সংসদীয় আসনে আবারো আলোচনায় বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি। নির্বাচনকে সামনে নিয়ে মেলছে নানা ডাল-পালা।
বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির সঙ্গে যোগাযোগ ছিল বলে দাবি করেছেন কথিত ভুয়া গোয়েন্দা পরিচয়ধারী এনায়েত করিম। গত ২০ সেপ্টেম্বর ( “দৈনিক আমার দেশ”) পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
খবরে বলা হয়, এনায়েত করিম তার স্বীকারোক্তিমূলক বক্তব্যে দাবি করেন, বিএনপিকে বিভক্ত করার একটি পরিকল্পনায় “তৃপ্তির সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মফিকুল হাসান তৃপ্তি।

এদিকে এনায়েত করিমের বক্তব্য নিয়েও পক্ষে-বিপক্ষে চলছে চুলচেরা বিশ্লেষণ।

শনিবার (১ নভেম্বর) “দৈনিক আমার দেশ” পত্রিকার এনায়েতের জবানবন্দিতে ষড়যন্ত্রের নেটওয়ার্ক ফাঁস শিরোনামে আরো একটি সংবাদ প্রকাশ হয়।

এ সংবাদ প্রকাশের পর থেকে আবারও যশোরের শার্শা উপজেলায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।দলের একাংশের নেতারা দাবি করছেন, দল ভাঙার ষড়যন্ত্রে যারা যুক্ত ছিলো,তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। অপর অংশের দাবি একজন ভুয়া ব্যক্তির(কথিত ভুয়া গোয়েন্দা পরিচয়ধারী এনায়েত করিম) বক্তব্য নিয়ে অতি উৎসুক হওয়ার কোন কারণ নেই।

নাম প্রকাশ না করার শর্তে শার্শার এক বিএনপি নেতা বলেন,আমরা শুরু থেকেই সন্দেহ করছিলাম যে, এনায়েত করিমের পেছনে রাজনৈতিক প্রভাবশালীরা রয়েছেন।‘দৈনিক আমার দেশ’-এ প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি স্পষ্ট হয়েছে।

এনায়েত করিমের দাবি সম্পর্কে বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে গত ২২ সেপ্টেম্বর “দৈনিক আমার দেশ” পত্রিকায় একটি বিবৃতি দেন।

দলীয় সুত্রে জানা গেছে, ২০০৭-২০০৮ সালের ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপিতে কিছু সংস্কারপন্থী নেতা বহিষ্কৃত হন। এর মধ্যে মফিকুল হাসান তৃপ্তিও ছিলেন।

 

পরে ২০১৭ সালের মার্চে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং তিনি ২০১৮ সালের সংসদ নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করেন। সেই থেকে তিনি তৃর্ণমূল রাজনীতিতে সক্রীয় আছেন। ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশি।

 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির অভিযোগ আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিএনপির জন্য বড় একটি চ্যালেঞ্জ হতে পারে। তাদের মতে অতিত সামনে না টেনে অভ্যান্তরীন বিভাজন মিটিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকা এখন সময়ের দাবি।

আরো পড়ুন

সর্বশেষ