২৫০ বছর পূর্তি হচ্ছে হতে যাচ্ছে প্রথম শ্রেণি ক্রিকেটের। এই ক্ষণটি তাই ভিন্নভাবে রাঙিয়ে নিচ্ছেন ক্রিকেট দেবতাও। রঞ্জি ট্রফিতে কয়েকদিন ধরে চলছে রেকর্ড ভাঙা গড়ার খেলা। এক ইনিংসে ৯ ব্যাটারের হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছে বেঙ্গল। এবার প্রথম শ্রেণি ক্রিকেটে আরেকটি বিশ্বরেকর্ড গড়েছে মুম্বাই। প্রথমবার কোনও দল ৭২৫ রানের বিশাল ব্যবধানে জিতেছে।
এতদিন প্রথম শ্রেণির ক্রিকেটে রানের হিসেবে সবচেয়ে বড় জয়টি ছিল ৬৮৫ রানের। ১৯২৯-৩০ মৌসুমে শেফিল্ড শিল্ডে রেকর্ডটি করেছিল নিউ সাউথ ওয়েলস। তারা বিশাল ব্যবধানে হারায় কুইন্সল্যান্ডকে।
কোয়ার্টার ফাইনালে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৮ উইকেটে ৬৪৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে মুম্বাই। জবাবে ১১৪ রানে প্রথম ইনিংস গুটিয়ে যায় উত্তরাখণ্ডের। প্রতিপক্ষ ৫৩৩ রানে এগিয়ে থেকেও তাদের ফলোঅন করায়নি। পরে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৬১ রান তুলে মুম্বাই তৃতীয় দিন শেষ করেছে। স্কোরবোর্ড যথেষ্ট সমৃদ্ধ থাকায় ৭৯৫ রানের লক্ষ্য পায় উত্তরাখণ্ড। এত বিশাল লক্ষ্যের সামনে কোনও পথই বের করতে পারেনি তারা। টিকে থাকাতো দূরে থাক, ২৭.৫ ওভারে ৬৯ রানে শেষ হয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ ২৫ রান আসে শিবম খুরানার ব্যাট থেকে। তিনি অপরাজিত ছিলেন। এছাড়া ২১ রান করেন কুনাল চান্ডেলা।
মুম্বাইয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট নেন ধাওয়াল কুলকার্নি, শামস মুলানি ও তানুশ কোতিয়ান। এই জয়ে আবার সেমিফাইনালও নিশ্চিত করেঝে মুম্বাই।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড: মুম্বাই ৬৪৭/৮ ডি. ও ২৬১/৩ ডি.
লক্ষ্য: ৭৯৫
উত্তরাখণ্ড: ১১৪ ও ৬৯

