শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আমড়াখালী চেকপোস্টে অভিযান, পায়ের জুতায় মিলল ৩০ হাজার ডলার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল আমড়াখালি চেক পোষ্ট থেকে ৩০ হাজার ইউএস ডলারসহ এক ভারত ফেরত যাত্রীকে আটক করেছে বিজিবি। যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক, লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল, জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সুবেদার মোঃ আহাদ আলী এর নেতৃত্বে বেনাপোল বিওপির অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টে একটি নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কলকাতা হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে তোফাজ্জল হোসেন নামে একজন যাত্রীর পায়ের জুতার মধ্যে ৩০ হাজার ইউএস ডলারসহ আটক করা হয়। যার সিজার মূল্য ৩৩ লাখ টাকা। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় ১ টি আই ফোনসহ ২ টি মোবাইল জব্দ করা হয়। আটককৃতের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

আরো পড়ুন

সর্বশেষ