বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে পেয়াজ আমদানি বন্ধ অন্যদিকে রমজান মাসকে সামনে রেখে যশোরের শার্শা ও বেনাপোলে সবজির বাজারে মসল্লা জাতীয় খাদ্য পেয়াজের দাম বাড়তে শুরু করেছে। গত ২দিনের ব্যাবধানে প্রতি কেজিতে পেয়াজের দাম বেড়েছে ৩থেকে ৫টাকা। ফলে বিপাকে পড়ছে নিন্ম আয়ের মানুষেরা।
পেয়াজ ব্যাবসায়ি ও ন্থানীয়রা জানান, দেশের পেয়াজ চাষীদের কল্যাণে ১৫ মার্চ থেকে ভারত হতে পেয়াজ আমদানি বন্ধের নির্দেশনা দেয় সরকারের বানিজ্য মন্ত্রনালয়। ফলে ১৬ মার্চ বৃহস্পতিবার থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে কোন পেয়াজ আমদানি হয়নি। ফলে এর বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। রমজানে পেয়াজের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতা সাধারন।
বেনাপোল কাষ্টমসের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ সরকার বলেন,ষ্টাটুটারী রুলস এন্ড অর্ডারের মাধ্যমে ১৫মার্চ থেকে পেয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। তবে ব্যাবসায়িরা চাইলে নির্দিষ্ট ডকুমেন্ট সংগ্রহ করে পেয়াজ আমদানি করতে পারবে বলে জানান তিনি।
আমদানি বন্ধের খবরে দাম বাড়ছে পেয়াজের

