শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আমরাও খেলতে জানি:এমপি শাহীন চাকলাদার

আরো খবর

 

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলেই দেশে সন্ত্রাসী কর্মকান্ড বেড়ে যায়। দেশের জনগন বর্তমান সরকারের আমলে শান্তি ও স্বস্তিতে আছে। তিনি বিএনপির মহাসচিব ফকরুলের উদ্দেশ্যে বলেন ১০ডিসেম্বর নাকি খালেদা জিয়ার কথায় দেশ চলবে! ডিসেম্বর নয়, ২৪ নভেম্বরের পর যশোরে আওয়ামী লীগের কথামতো বিএনপিকে চলতে হবে। কারণ আমরাও খেলতে জানি, কীভাবে খেলতে হয় দেখিয়ে দেব।
২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরের জনসভা সফল করার লক্ষ্যে শুক্রবার বিকেলে চুড়ামনকাটিতে কর্মি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মুন্নার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। এ সময় আরো বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ খলিলুর রহমান, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, আওয়ামী লীগ নেতা জিয়াউল হাসান হ্যাপি, জেলা যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, শফিকুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম শাহিন প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ