শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

আমরা চাঁদাবাজ মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই- তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

আরো খবর

শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা :সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ত্রৈয়দশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় ও মাওলানা ইদ্রিস আলীর সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা কলারোয়া সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ, বিএনপি কিম্বা অন্য কেনো দল আমার শত্রু নয় চাদাবাজরাই আমার প্রধান শত্রু, চাঁদাবাজ মুক্ত ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার জন্য আপনাদেরকে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

‎তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এ দেশে ইনছাপ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এদেশ থেকে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসবাদ নির্মুল করতে চায়। সকল ধর্মের মানুষের অধিকার আদায়ের জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহবান জানান তিনি।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব ডা. মাহমুদুল হক, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা, অধ্যাপক গাজী সুজায়াত আলী, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা, ডা. আফতাব উদ্দীন, কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ডা. তৈয়েবুর রহমান,মাহফুজুর রহমান,জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এ জি.এস মাসুদ রানা, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শাহ আলম, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, যুব জামায়াতের মেস্তাফিজুর রহমান রেন্টু, মাষ্টার আমিনুর রহমান, মাওলানা কবিরুল ইসলাম প্রমুখ। জনসভা শেষে একটি বিশাল মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন

সর্বশেষ