শার্শা প্রতিনিধি: যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, আজো স্বাধীনতার পরাজিত শক্তিরা কৌশল পাল্টে আওয়ামী লীগের সাথে মিশে গিয়ে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। তাই, ওদের থেকে সাবধান থাকতে হবে। প্রত্যেক পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সুখ-দুখের সাথী হয়ে আওয়ামী লীগের দূর্গ মজবুত করতে হবে। কোনভাবেই বিএনপি-জামায়াতের সাথে আত্মীয়করণ নয়। ওদের সাথে কোন সখ্যতা নয়। ওরা চাইছে আওয়ামী লীগের সাথে আত্মীয়করণ করে তোষামোগিরির মাধ্যমে ভাইয়ে ভাইয়ে খুন-জখম করিয়ে আওয়ামী লীগের ঘরে আগুণ জ¦ালাতে। তাই, এখনি ওদের থেকে সাবধান না থাকলে ব্যর্থতার গ্লানিতে আপনি-আমি যেমন ঘর ছাড়বে বাধ্য হবো, তেমনি আওয়ামী লীগ হারাবে রাষ্ট্রীয় ক্ষমতা আর সেই সাথে থমকে যাবে জাতির জনকের স্বপ্ন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার মহা উন্নয়ন পরিকল্পনা।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শার্শা উপজেলা প্রশাসন কর্তৃক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজারে দোয়া, শহিদ স্মৃতি ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ, জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, প্রধানমন্ত্রী কর্তৃক শপথ বাক্য পাঠ এবং শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে কথাগুলি বলেন তিনি।
পরে, একেক করে মহান বিজয় দিবস-২০২১ উদযাপনে বেনাপোল পৌর আওয়ামী লীগ কর্তৃক ছোটআঁচড়া মোড়ে ও কাস্টম হাউস কর্তৃক কাস্টম ক্লাবে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও শপথ পাঠ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলী রেজা। বেনাপোল পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ এনামুল হক মুকুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিন। একই দিনে বেনাপোল কাস্টম হাউসের বিজয় মঞ্চে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টম কমিশনার আজিজুর রহমান।
এসকল খন্ড খন্ড বিজয়ের অনুষ্ঠানে সাংসদ শেখ আফিল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে জামায়াত-বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলনা, সেকারণে এখন তারা বন্ধু সূলভে আওয়ামী লীগের ঘরে আত্মীয়তা করে ঢুঁকবে এবং তোষামোদগিরির মাধ্যমে আপনার একান্ত আপনজন হওয়ার চেষ্টা করবে। সেসাথে ভাইয়ে ভাইয়ে লড়াই খুন-জখম করিয়ে দূরে বসে মজা নেবে। ওদের রুপ হায়েনার চেয়েও ভয়ঙ্কর। ওরা বহুরুপি। ওরা আওয়ামী লীগের চিরশত্রু। আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ওরা মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের কাছে পরাজয় বরণ করে কৌশল পাল্টে আওয়ামী লীগের সাথে মিশে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। হত্যা করেছিল জাতির জনকের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ তিন রাজপুত্রকে। একই রাতে হত্যা করেছিল বঙ্গবন্ধু পরিবারের আরো অনেককে। ওরা জেলখানার ভিতর হত্যা করেছিল এদেশের ৪ বুদ্ধিজীবীকে। ওরা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে বারবার নীল নকশা এঁকে এদেশের ক্ষুধার্ত মানুষদের জিম্মি করে লুটতরাজের রাজনীতি করেছে। তাই, আমাদের শপথ হোক মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বিরুদ্ধে।
এসকল অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোয়াজ্জেম হোসেন, বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) উপ-সচিব মনিরুজ্জামান, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুবুল আলম লাবলু, বীর বিক্রম নুরুল হক, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা দীন ইসলাম দিনু, শাহ আলম হাওলাদার, নাসির উদ্দিন, জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল প্রমুখ।

