জি.এম.বাবু. রাজগঞ্জ (যশোর) ॥ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির নির্বাহী সদস্য ও যশোর-৫ মনিরামপুর আসনের সাম্ভব্য এমপি পদপ্রার্থী গরীব দুঃখী অসহায় মানুষের বন্ধু যশোর সিটি প্লাজার চেয়ারম্যান এস.এম আলহাজ্ব ইয়াকুব আলী বলেছেন আমি নেতা হতে চাইনা, আমি গোটা মনিরামপুরবাসীর সেবক হতে চাই। আমি যতদিন বেচে থাকবো ততদিন আপনাদের সেবা করে যাব। তিনি আরো বলেন, আল্øাহ তালা যদি আমাকে হায়াৎ দারাজ করেন এবং জনগনের সেবা করার সুযোগ পায় তাহলে জনগণের আশা পূরণের পাশাপশি তিনি মনিরামপুরের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ঝাঁপা ও বন্যাকবলিত মশ্মিমনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ শেষে বিকেলে পারখাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত বিশাল কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যই তিনি এ সব কথা বলেন। মশ্মিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, মনিরামপুর উপজেলা উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মনিরামপুর পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, উপজেলা আওয়ামীলীগ নেতা সন্দীপ কুমার ঘোষ, মশ্মিনগর ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বরুন চন্দ্র, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল কুদ্দুস, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, উপজেলা কৃষকলীগ নেতা শরিফুল ইসলাম শরিফ, ঝাঁপা ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক জি.এম.বাবু, রাজগঞ্জ বাজার কমিটির সাবেক সাধারন সম্পাদক মশিউল আলম, আওয়ামীলীগের নেতা ইউসুফ আলী গাজী, আছাদুর রহমান, যুবলীগ নেতা মতিয়ার রহমান ও ছাত্রলীগ নেতা মোশারফ হেসেন প্রমূখ। এর আগে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এস.এম. ইয়াকুব আলী আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের প্রায় দুই সহস্্রাধিক নেতাকর্মী ও সমর্থককে সাথে নিয়ে উপজেলার পশ্চিমাঞ্চলের বানিজ্যিক শহর রাজগঞ্জসহ পার্শ্ববর্তী ২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের নানা শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। বিকালে পারখাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩৫০জন শীতার্ত গরীব অসহায় দুঃখী পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেন।
আমি নেতা হতে চাই না, জনগনের সেবক হতে চাই -আলহাজ্ব ইয়াকুব আলী

