শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আমেরিকার সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

আরো খবর

সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমেরিকা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ওরিয়েন্টেশন ক্লাসে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মোমেন বলেন, আমেরিকা বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আলোচনা হয়েছে। চীন ও বাংলাদেশের সব সম্ভাবনা কাজে লাগিয়ে আমেরিকা সম্পর্ক উন্নয়ন করতে চায় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমেরিকারসহ কয়েকটি বড় বড় দেশ রোহিঙ্গা শরণার্থী নেওয়ার অনুরোধ জানিয়েছে। অনেকে ইতিবাচক সাড়াও দিয়েছে। ভারতের পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।

তিনি আরও বলেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। এখানে র‌্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি একেবারেই ছোটোখাটো।

এর আগে ওরিয়েন্টেশন ক্লাসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দেশের কৃষিখাতকে এগিয়ে নিয়ে সকল ধরণের সহায়তা করছে। নতুন নতুন গবেষণার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস।

আরো পড়ুন

সর্বশেষ