শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আরবপুর মাঠপাড়ায় ৩ মার্চ থেকে নামযজ্ঞ

আরো খবর

ববি কুমার অধিকারী: যশোর সদরের আরবপুর মাঠপাড়া পূজা উদযাপন কমিটির আয়োজনে ৩দিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

৩ মার্চ স্থানীয় মাঠপাড়া সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে এই মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে।
নামযজ্ঞ পরিবেশন করবে সাতক্ষীরার  বিষ্ণু প্রিয়া অষ্টসখী সম্প্রদায় , খুলনার রায় বিনোদিনী সম্প্রদায়,  গৌর হরি সম্প্রদায়, নব ভাই-বোন সম্প্রদায় সাতক্ষীরা, গৌর নিতাই সম্প্রদায় রাজগঞ্জ মণিরামপুর, অধিবাস কৃত্তনিয়া আরবপুর মাঠপাড়া যশোর।

৩ মার্চ ভাগবত পাঠ ও নামযজ্ঞের অধিবাস, ৪ মার্চ ভোর হতে বিরামহীন অষ্টপ্রহর নামকিত্তন পরিবেশন করা হবে ও ৫ মার্চ দুপুরে মহাপ্রভুর ভোগ এবং রাতে লীলা কিত্তন পরিবেশন হবে।

আরো পড়ুন

সর্বশেষ