শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আরশাদ পারভেজের উদ্যোগে বাঘারপাড়ায় শান্তি মিছিল

আরো খবর

অভয়নগর প্রতিনিধি:অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের সার্বিক সহযোগিতায় বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিশাল শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে বাঘারপাড়া বাজারে এ বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঘারপাড়া মহিলা কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাঘারপাড়া বাজার প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে পৌরসভার সামনে দিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

 

বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও বাঘারপাড়া বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা কামাল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, উপজেলা যুবলীগ নেতা মাজহারুল ইসলাম তুর্কি, অভয়নগর উপজেলা তাঁতীলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া বাবু, বাঘারপাড়া পৌর আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ রিপন হোসেন, দারাজহাট ইউনিয়ন যুবলীগ নেতা আমিনুর রহমান, ৮ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্মল বিশ্বাস, সাংবাদিক দুলাল হোসেনসহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের নেতৃত্বে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

আরো পড়ুন

সর্বশেষ