শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

 আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাটকেলঘাটায় শোভাযাত্রা 

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরার পাটকেলঘাটায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম  প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫)জুন বিকাল সাড়ে ৫টায় উপজেলা আ”লীগের আয়োজনে পাটকেলঘাটা বাজারের পাঁচরাস্তা মোড়ে শোভাযাত্রা শেষে  আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে  কোরআন তেলায়াত করেন তেঁতুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক  আশারাফুজ্জামান রুবেল ও পবিত্র গীতা পাট করেন খলিষখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বিধান চন্দ্র দাশ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ”লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মীর জাকিরের সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ”লীগের সাবেক সভাপতিও সাতক্ষীরা -১আসনের সাবেক সংসদ বীরমুক্তিযোদ্ধা  ইজ্ঞিনিয়ার মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  কলারোয়ার উপজেলা আ”লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন কেন্দ্রীয়  যুবলীগ সদস্য রফিকুল ইসলাম ও  জেলা আ”লীগের সাংগঠিক সম্পাদক আতাউর রহমান।অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান  মোজাফ্ফর রহমান, উপজেলা আ”লীগের সহ সভাপতি এড. আব্দুর ছামাদ, তালা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, সরুলিয়া ইউনিয়ন আ”লীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, ধানদিয়া ইউনিয়ন আলীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমূথ ।

আরো পড়ুন

সর্বশেষ