মণিরামপুর পৌর প্রতিনিধি:যশোরের মণিরামপুর উপজেলার শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও যশোর পাঁচ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জননেতা আমজাদ হোসেন লাভলু।
আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শন কালে জননেতা আমজাদ হোসেন লাভলু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া আজকে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে চলছে অসাম্প্রদায়িক বাংলাদেশ।
এসময় তিনি পুরোহিত ও পূজা উদযাপন কমিটিসহ সংশ্লিষ্টদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক সহায়তা প্রদান করেন। জননেত্রী শেখ হাসিনার
দীর্ঘায়ু কামনা করে আর্শীবাদ প্রার্থনা করেন।

