শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত চিংড়ি বিনষ্ট, জরিমানা আদায়

আরো খবর

ফারুক রহমান, সাতক্ষীরা:
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এ দেয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার আশাশুনির পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার সময় ৬৬০ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যবসায়ীকে ২০ হাজার জরিমানা আদায় করা হয়। শনিবার সকালে উপজেলার চাপড়া গ্রামে এ অভিযান চালানো হয়। জব্দকৃত চিংড়ি মাছ গুলো পরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পলাশ আহমেদ জানান, এনএসআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়া গ্রামের তিনটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দক্ষিণ চাপড়া গ্রামের ইশার আলী গাজীর ছেলে আব্দুল মালেকের বাড়ির বেডরুম থেকে সরঞ্জামাদিসহ জেলি পুশকৃত ১০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। এ অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।
এরপর একই গ্রামের মৃত ফয়েজ উদ্দিন সরদারের ছেলে মোহাম্মদ আলী সরদারের দোতলা বিল্ডিং এর নীচতলার তালাবদ্ধ বেডরুমের ভিতর থেকে ৫০০ কেজি জেলি পুশকৃত বাগদা চিংড়ি, সিরিঞ্জ ও জেলি জব্দ করা হয়। এছাড়া মৃত আফিল উদ্দিন সরদারের ছেলে আলতাফ হোসেন সরদারের বাড়ি থেকে ৬০ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি ও পুসিং সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ি মাছ গুলো পরে উপজেলা পরিষদ চত্বর মাঠে আগুনে পুড়িয়ে মাটি চাপা দেয়া হয়। তিনি আরো জানান, এ ব্যাপারে আশাশুনি থানায় মামলা রজুর বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের এসআই আব্বাস আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ