শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আশাশুনিতে জামায়াতের মাসিক রোকন সম্মেলন 

আরো খবর

 আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক (২য় পর্বের)রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এবং শুরা ও কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা শুরা ও কর্ম  পরিষদ সদস্য ও ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক।
উপজেলা সেক্রেটারী মাওলানা মোশারফ হোসেনের পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আফসার মুর্তজা, সহকারি সেক্রেটারী মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুল মাওলানা শাহ অহিদুজ্জামান শাহিন, বাইতুল মাল সেক্রেটার মাওলানা আনোয়ারুল ইসলাম, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস, উপজেলা যুব বিভাগের সভাপতি ডাক্তার রোকনুজ্জামান, প্রভাষক আল আমিন হোসেন প্রমুখ।
সম্মেলনে রোকনদের ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা, সমাজসেবা মূলক কার্যক্রম বৃদ্ধি, সকল ইউনিট চালু করা, বেশি বেশি সিরাতুন্নবী(সাঃ) মাহফিলের আয়োজন করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ