শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আশাশুনিতে নদী খননের মাটি বিক্রি: ৩ জনকে জেল জরিমানা 

আরো খবর

সমীর রায়, আশাশুনি :
আশাশুনিতে নদী খননের মাটি অবৈধভাবে বিক্রির অপরাধে ৩ জনকে জেল হাজতে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুল্যা ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দার।
 আদালত পরিচালনাকালে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ব্রীজের কাছে বেতনা নদী খনন করে রাখা স্তুপ কৃত মাটি অবৈধ ভাবে কেটে বিক্রির অপরাধে কলারোয়া উপজেলার কেরালকাতা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে উজ্জল হোসেন, বুধহাটার আইয়ুব আলীর ছেলে হাসান ও স্কেবেটর মেশিন মালিক টাঙ্গাইলের বেতুনলোহলিয়া গ্রামের সরোওয়ার্দী মোড়লের ছেলে আইয়ুব মোড়ল আটক করা হয়।
বিজ্ঞ বিচারক ধৃত ব্যক্তিদের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের জেলের সাজা প্রদান করেন। জরিমানার টাকা পরিশোধে সক্ষম না হওয়ায় বিজ্ঞ আদালত প্রত্যেক সাজাপ্রাপ্তকে ১ মাসের জেল প্রদান করেন।
এসময় থানার এসআই অনাথ মিত্র সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্তদের আশাশুনি থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ