শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আশাশুনিতে নৌকা বাইচ উদ্বোধন

আরো খবর

আশাশুনি প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহা অষ্টমীতে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে ঐতিহ্যবাহী নৌকা বাইচ এর উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা-৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ বি এম মোস্তাকিম।
রবিবার বিকালে পূর্ব কাদাকাটি অনুদান দূর্গা মন্দির কমিটির আয়োজনে ২৫ তম নৌকা বাইচের উদ্বোধন করা হয়। পূর্ব কাদাকাটি দুর্গা পূজা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক লক্ষী কান্ত রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তাকিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকলকে ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছে। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার আহ্বান জানান।

এ সময় তিনি নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দল কে পুরস্কার ঘোষণা করেন এবং নিজস্ব অর্থায়নে নৌকা বাইচ প্রতিযোগিতার মঞ্চকে স্থায়ীভাবে পাকাকরণের ঘোষণা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা ইন্সপেক্টর (তদন্ত) মো: রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে আগত চারটি দল অংশগ্রহণ করে। ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তালা উপজেলার বিনোদ সরকারের রাজমিস্ত্রি সংঘ, দ্বিতীয় স্থান অর্জন করেন কয়রা উপজেলার মোক্তার হোসেনের কপোতাক্ষ পঙ্খিরাজ দল, তৃতীয় স্থান অর্জন করেন তালা উপজেলার গহর শেখের তুফান দল এবং চতুর্থ স্থান অর্জন করেন তালা উপজেলার কুলপোতা দল। পূর্ব কাদাকাটি অনুদান মন্দির কমিটির সাধারণ সম্পাদক জামিনিকান্ত রায় ও আয়োজক কমিটির কর্মকর্তা বিশ্বজিৎ রায়ের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির কর্মকর্তা তালাও উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় রায়, কাদাকাটি ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দ, আওয়ামী লীগ নেতা পরেশ অধিকারী, তবিবুর রহমান, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এমএম সাহেব আলী, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দূর্গা পূজা উদযাপন কমিটির কর্মকর্তাবৃন্দ। ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করার জন্য নদীর দুইপাশের রাস্তায় হাজার হাজার লোক সমাগম দেখা যায়।

আরো পড়ুন

সর্বশেষ