শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

আরো খবর

শেখ সেলিম বেনাপোল: 
যশোরের বেনাপোল সীমান্তে আবারও চোরাচালান বিরোধী অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১ সেপ্টেম্বর) বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি ও আন্দুলিয়া বিওপির যৌথ টহলে এসব পণ্য জব্দ হয়।

বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে শাড়ি, কম্বল, বিভিন্ন পোশাক সামগ্রী, কীটনাশক, চকলেট, কারেন্ট জাল ও কসমেটিকস জব্দ করে। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা।

এ প্রসঙ্গে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, সম্প্রতি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযানের কারণে চোরাচালানকারীদের তৎপরতা দৃশ্যমানভাবে কমে এসেছে। তিনি বলেন, “চোরাচালান দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ পণ্য উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে জব্দ হওয়া সব মালামাল আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ