শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আশাশুনিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আরো খবর

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির তুয়ারডাঙ্গা হাজী ফেরাজতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডলের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে প্রাক্তন শিক্ষার্থীরা।

রবিবার (২১ সেপাটেম্বর) বিকালে সুব্রত কুমার ম-লের সাবেক চাকুরিকালিন প্রতিষ্ঠান বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, তৎকালীন স্কুল পরিচালনা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মন্ডল, দু’বারের সভাপতি স্থানীয় ইউপি সদস্য মঙ্গল চন্দ্র সরকার, শিক্ষক গৌতম চন্দ্র মন্ডল, শিক্ষক পঙ্কজ মন্ডল, প্রাক্তন মেম্বর দীলিপ চন্দ্র মন্ডল, প্রাক্তন শিক্ষার্থী রামকৃষ্ণ মন্ডল, বিকাশ চন্দ্র গাইন, মিলন কান্তি সানা, সৌমেন ম-ল, প্রবোধ চন্দ্র সানা, সব্যসাচী মন্ডল, নিলংকর মন্ডল, বৈদ্যনাথ ম-ল, কামনাশীষ মন্ডল প্রমুখ।

 

বত্তাগণ বলেন, ৬ সেপ্টেম্বর তুয়ারডাংগা হাজী ফেরাজতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডলের বিরুদ্ধে কটুক্তি ও আপত্তিকর মন্তব্য করেছেন তুয়ারডাংগার মৃত হরেন্দ্র নাথ মন্ডলের পুত্র শ্রীকৃষ্ণ মন্ডল।

 

প্রখ্যাত গণিত শিক্ষক সুব্রত কুমার মন্ডল সহকারী প্রধান শিক্ষক পদে চাকুরীর সুযোগ পেয়ে আমাদের স্কুল ছেড়ে বাইনতলা আর, সি মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন।

 

দীর্ঘ ১৬ বছর বলাবাড়িয়ায় সুনাম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তার বিদায় ছিল অশ্রু সজল এবং হৃদয় বিদীর্ণ করার মতো। দীর্ঘদিন সুনামের সাথে চাকরি শেষে সুব্রত স্যার সগৌরবে মাথা উঁচু করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে তার নতুন কর্মস্থলে যোগদান করেন । অথচ শ্রীকৃষ্ণ ম-ল সেদিনের মানববন্ধনে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাদের প্রিয় শিক্ষককে হেয় প্রতিপন্ন করতে

 

বলেছেন, স্যারকে নাকি আমাদের প্রতিষ্ঠান থেকে অসম্মানিত হয়ে বিদায় নিতে হয়েছে। আমরা স্যারের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এসব মিথ্যাচার ও কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরো পড়ুন

সর্বশেষ