শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আশাশুনিতে যুবকের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ

আরো খবর

 সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার আশাশুনি উপজেলার দুর্গাপুর গ্রামে জমি দখলের উদ্দেশ্যে হিন্দু থেকে মুসলিম হওয়া এক যুবকের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছে স্থানীয় আনারুল ইসলাম, রিপিয়ান সরদার, আরিফুল ইসলাম, আসাদুল ইসরাম, মামুন সরদার, হিমু সরদার ও জাহিদুল ইসলাম নামের কতিপয় দুর্বৃত্ত। এলাকা ছাড়া করতে তারা মোঃ আবদুর রহমান ওরফে সাধন দাশ নামের ওই যুবককে বেদম মারপিট করে তার মাথা ন্যাড়া করে দেয়। একই সাথে তার ভ্রু ও দাড়ি কেটে দিয়ে প্রকাশ্য দিবালোকে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়। এসবের ভিডিও ধারণ করে ছেড়ে দেওয়া হয় ফেসবুকে। এ ঘটনায় থানায় মামলা করলে পুলিশ রিপিয়ান সরদারকে গ্রেফতার করে জেলে পাঠায়। কিছুদিন জেল খেটে সম্প্রতি জামিনে বের হয়ে এবার আবদুর রহমান ওরফে সাধন দাশ নামের ওই নবমুসলিমকে হত্যার হুমকি দিচ্ছে এ ঘটনায় সরাসরি জড়িত ও মামলার আসামিরা। প্রাণ ভয়ে এলাকায় নিজ ভিটায় যেতে পারছেন না আব্দুর রহমান ওরফে সাধন দাশ।
মঙ্গলবার সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে প্রাণে বাঁচতে ও নিজ জমির দখল রোধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন আবদুর রহমান ওরফে সাধন দাশ।
সংবাদ সম্মেলনে আবদুর রহমান ওরফে সাধন দাশ তার লিখিত বক্তব্যে বলেন, তিনি ২০২১ সালের ৩ আগস্ট ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজে ধর্মান্তরিত হলেও তিনি তার গর্ভধারিণী মাতার ভরণপোষণসহ দেখাশোনা করতেন। কিন্তু বিষয়টিকে ইতিবাচক ভাবে নেয়নি স্থানীয় আনারুল ইসলাম, রিপিয়ান সরদার, আরিফুল ইসলাম, আসাদুল ইসরাম, মামুন সরদার, হিমু সরদার ও জাহিদুল ইসলাম নামের কতিপয় দুর্বৃত্ত। গত ২৩ ফেব্রুয়ারি সকালে তিনি তার মায়ের সাথে দেখা করতে গেলে তাকে ভÊ নব মুসলিম বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন উল্লিখিত দুর্বৃত্তরা। এসময় রিপিয়ান সরদার ‘বাড়িতে এসে সনাতন ধর্মের মা-বোনের সাথে যোগাযোগ রাখলে আমাদেরকে প্রত্যেক মাসে ২০ হাজার টাকা চাঁদা দিতে হবে’ বলে তাকে শাসান। অন্যথায় মা-বোনের বাড়িতে তার যাতায়াত বন্ধ করে দেওয়ার হুমকি দেন। তখন আব্দুর রহমান ওরফে সাধন দাশ ‘কাকুতি মিনতি করে তার বৃদ্ধ মাকে দেখার কেউ নেই’ জানালেও তারা শোনেনি।
এরপর ২৪ ফেব্রুয়ারি সকালে মায়ের জন্য বাজার করে বাড়িতে যাওয়ার পথে তারা তাকে আটকে ফের বিশ হাজার টাকা চাঁদা দাবি করে। দিতে অস্বীকার করায় আনারুল ইসলাম বলে ‘শালারে ধর, ওর জীবন শেষ করে দে এবং হাত-পা ভেঙে ফেলে চুল দাড়ি কেটে দে, নাকে খৎ দিয়ে দে।’ এসময় জাহিদুল ইসলাম এসবের ভিডিও ধারণ ও ফেসবুকে ছেড়ে দেওয়ার কথা বলে। সাথে সাথে রিপিয়ান সরদার তাকে কিল চড় ঘুষি মারতে থাকে এবং খাজরা ইউনিয়ন পরিষদের দেয়ালে মাথা ঠুকে দেয়। এসময় আরিফুল ইসলাম, আসাদুল ইসরামসহ অন্যান্যরা আমাকে বেদম মারপিট করে এবং তার পকেটে থাকা ১৭শ টাকা ছিনিয়ে নেয়। উল্লিখিত দুর্বৃত্তরা তার দুই পারের হাটুতে আঘাত করে বেদনাদায়ক কাটা ও ফোলা জখম করে। এসময় আনারুল ইসলাম বলে, ‘ শালাকে রিপন দাশের সেলুনের দোকানে নিয়ে চুল, নাড়ি ও ভ্রু কেটে দে’। তখন অন্যান্যরা তাকে টানতে টানতে রিপন দাশের দোকানে নিয়ে যায় এবং রিপন দাশকে তার চুল, দাড়ি ও চোখের ভ্রু কেটে দিতে বাধ্য করে।  তাকে ন্যাড়া করে রাস্তায় রাস্তায় ঘোরানো হয় এবং নাকে খৎ দেওয়ানো হয়। একই সাথে এসব ঘটনার প্রতিবাদ করায় তার মা ও বোনকে মারপিট করা হয়, তাদের ঘরে লুটপাট চালানো হয় এবং এসব ঘটনার ভিডিও ধারণা করে জাহিদুল ইমরান নামের একটি ফেসবুক প্রোফাইলে ছেড়ে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা করলে পুলিশ রিপিয়ানকে গ্রেফতার করে জেলে পাঠায়। কিন্তু অন্যান্যরা বহাল তবিয়তে ঘুরছে। সম্প্রতি রিপিয়ান সরদার জামিনে বের হয়ে সংঘবদ্ধভাবে তাকে আবারও হত্যার হুমকি দিচ্ছে। ইতোমধ্যে তাদের একটি জমি উল্লিখিত দুর্বৃত্তরা দখল করে নিয়েছে। এসবের মধ্যেই সম্প্রতি তার (আব্দুর রহমান ওরফে সাধন দাশের মা) পরলোকগমন করেছেন।
তিনি বলেন, প্রাণ ভয়ে তিনি বাড়িতে ফিরতে পারছেন না এবং বর্তমানে সাতক্ষীরা শহরে দিনমজুরের কাজ করে কোনো মতে বেঁচে আছেন।
সংবাদ সম্মেলনে প্রাণে বাঁচতে ও নিজেদের জমির দখল রোধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন

আরো পড়ুন

সর্বশেষ