আশাশুনি প্রতিনিধি : জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে আশাশুনিতে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে আশাশুনি উপজেলা যুবদলের আয়োজনে জনতা ব্যাংক চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৪ ও ১৫ আগষ্ট বিক্ষোভ মিছিল ও পথসভা কর্মসূচির প্রথম দিনে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম।
সদস্য সচিব আবু জাহিদ সোহাগ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম ও প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব মশিউল হুদা তুহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বর্ষীয়ান বিএনপি নেতা নুরুল হক খোকন, শেখ আব্দুর রশীদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিয়াকত হোসেন, সাবেক আহ্বায়ক আমীর হোসেন বাদশা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সরোয়ার লিটন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছট্টু, সরদার রুহুল আমিন, আব্দুর রহিম ছোট, রফিকুল ইসলাম, সেকেন্দার আলী বাদশা, স ম আক্তারুজ্জামান, শফিউল আলম সুজন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ সহ সকল ইউনিয়নের আহ্বায়ক, সদস্য সচিব ও যুবদলের নেতাকর্মীবৃন্দ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের আর ব্যবহার করা যাবে না। নির্যাতন করে আমাদের ঘাড়ে দোষ চাপানোর অপচেষ্টাকে প্রতিহত করে আমরা হিন্দুদের পাশে থাকবো।
যদি দলের কেউ তাদের উপর নির্যাতনের চেষ্টা করেন তাহলে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দল থেকে বহিষ্কার করা হবে। দলীয় সকল নেতাকর্মীকে ১৫ আগষ্টের ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকার আহ্বান নেতৃবৃন্দ।
এর আগে যুবদলের আয়োজনে বিএনপি সহ তার অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।###

