শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আশাশুনিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি সভা 

আরো খবর

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদর কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের আশাশুনি শাখার সভাপতি নীলকণ্ঠ সোম।

সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্টা রাজ্যেশ্বর দাস, সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, কালীপদ রায়, প্রধান শিক্ষক কালি কিংকর হালদার,
প্রভাষক রতন অধিকারী, মিলন মণ্ডল, বিশিষ্ট সমাজ সেবক বিভাস দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গোপাল কুমার মণ্ডল, পরেশ অধিকারী, সদর কালী মন্দিরের সভাপতি দীপন কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক বরুণ মণ্ডল প্রমুখ।
সভায় আগামী ২৬ আগষ্ট সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।###

আরো পড়ুন

সর্বশেষ