রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

আশাশুনির খাজরার দু’টি বিলের পানি নিঃষ্কাশন, জনমনে স্বস্থি

আরো খবর

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী ও নয়াবাদ বিলের দুর্ভোগ কাটিয়ে তুলতে পয়ঃ নিস্কাশন ব্যবস্থা নিশ্চিত করছেন খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম।

শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পয়ঃ নিস্কাশনে প্রতিবন্ধকতা দূর করে দীর্ঘ একমাস কাল প্লাবিত এলাকাকে পানির কবল থেকে রক্ষার ব্যবস্থা করা হয়েছে।

খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিম উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি সদস্য খায়রুল ইসলাম, রামপদ সানা, মফিজুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসীকে সাথে নিয়ে ফটিকখালী মাঝের পাড়ায় রাস্তা কেটে কলগহি স্থাপন করে পানি নিঃষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করেন।

ইউপি সদস্য রামপদ সানা জানান, ফটিকখালী বিলের জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে ফটিকখালী মাঝের পাড়ায় রাস্তা কেটে মজবুত কলগহি স্থাপন করে পাশ্ববর্তী মোজাফ্ফর হোসেনের মৎস্য ঘেরের খাল দিয়ে গদাইপুর স্লুইস গেট দিয়ে খোলপেটুয়া নদীতে পানি ফেলানো হবে।

উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, কালকীর স্লুইস গেট বন্ধ হওয়ায় ফটিকখালী, রাউতাড়া, খালিয়া ও গোয়ালডাঙ্গা বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বর্ষার পানিতে গজুয়াকাটি গ্রাম প্লাবিত হওয়ার সংবাদ ও পেয়েছি।

ইউপি চেয়ারম্যানকে নিয়ে সারা দিন ফটিকখালী বিলের পানি নিঃষ্কাশন ব্যবস্থা করেছি। পরবর্তীতে কালকীর গেটের মুখের পলি অপসারণ করে বাকী বিল গুলোর পানি নিঃষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহন করা হবে। ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম বলেন, ফটিকখালী বিলের হাজার হাজার বিঘা আমন ধান প্রান্তিক কৃষকরা যাতে ভালভাবে রোপন করতে পারে, সেজন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনগনকে সাথে নিয়ে পানি নিঃষ্কাশনের ব্যবস্থা করছি।
ক্যাপশান ঃ খাজরার দু’টি বিলের জলাবদ্ধতা দূর করতে পানি নিস্কাশন ব্যবস্থা কার্যকরতে বাঁধ কাটা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ