আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে খাজরা ও বড়দল ইউনিয়নের ১০ গ্রামের জলাবদ্ধতা নিরসন করতে স্লুইসগেট সংলগ্নখালগুলো উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে শনিবার বিকালে খাজরা ইউনিয়নের পশ্চিম খালিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চেউটিয়া টু খাজরা সড়কে ঘন্টা ব্যাপী এ কর্মসূচির আয়োজন করেন ভুক্তভোগী এলাকাবাসী।
খাজরা ইউনিয়নের ফটিকখালি, গজুয়াকাটি, খালিয়া, পশ্চিম খাজরা, দেয়াবর্ষিয়া, পিরোজপুর, রাউতাড়া, ও বড়দলইউনিয়নের বাইনতলা, পাচপোতা সহ বিভিন্ন গ্রামেরক্ষতিগ্রস্ত সহস্রাধিক জমির মালিকের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ডা.নৃপেন্দ্র নাথ ম-ল।
শিক্ষক মনি মোহন ম-লের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক জাহাঙ্গীর কবির, কৃষক লীগ নেতা রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা রমজান আলী মোড়ল, সাংবাদিক বোরহানউদ্দিন বুলু, শিক্ষক কিংকর ম-ল, অরুণ ম-ল, ইউনুস আলী,ইউপি সদস্য রামপদ সানা, সাবেক সেনা সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

