আশাশুনি প্রতিনিধি : বাড়িতে অবৈধ মাদক দ্রব্য রাখার অভিযোগে আশাশুনি উপজেলা পরিষদের টানা ৪ বারের নির্বাচিত সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিমকে আটক করেছেন যৌথ বাহিনী। মঙ্গলবার বিকালে বাড়ির সামনে থেকে যৌথ বাহিনী তাকে আটক করেন। পরে থানা থেকে সাবেক চেয়ারম্যান মোস্তাকিমকে নিয়ে চাপড়ার নিজ বাড়িতে অভিযান চালান হয়। অভিযানে তার বাড়ি থেকে বিদেশী ৪ বোতল মদ জব্দ করেন যৌথ বাহিনী। এদিন রাতে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ৬(৮)২৪ নং একটি মামলা দায়ের করা হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার এস আই বিশ্বজিৎ ঘোষ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।###
প্রতাপনগরে দেলোয়ার হোসেন সাঈদী’র রুহের মাগফেরাত কামনায় দোয়া
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় প্রতাপনগর তালতলা বাজার চত্বরে
ইউনিয়ন জামায়াতের এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন, এপিএস কলেজের প্রভাষক ইউনিয়ন জামাত আমীর মোঃ আল আমিন। প্রধান অতিথি ছিলেন জেলা জামাতের আমীর প্রিন্সিপাল আলহাজ্ব মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি সহকারী সেক্রেটারী মাওঃ ওমর ফারুক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, প্রতাপনগর চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, সাবেক চেয়ারম্যান মাওঃ আঃ মান্নান, বিএনপি ইউনিয়ন আহবায়ক আক্তারুজ্জামান, আতিয়ার রহমান, শিবির ইউনিয়ন সভাপতি মহিবউল্লাহ, বৈষম্য বিরোধী আন্দোলনের মাছুদ রানা প্রমুখ। উদ্বোধনী বক্তব্য রাখেন, নায়েবে আমীর মাওঃ অহিদুজ্জামান। তরঙ্গ শিল্পী গোষ্ঠির সদস্যরা ইসলামী সঙ্গীত পরিবেশন করেন।##

