শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আশাশুনি আর্ট স্কুলে ছবি অঙ্কন প্রতিযোগিতা

আরো খবর

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি আর্ট স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্কুল কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জয়দ্রু কুমার শীলের পরিচালনায় স্কুলের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে প্রতিযোগিতাদেরকে চারটি গ্রুপে ভাগ করে ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিচারক হিসেবের দায়িত্বে ছিলেন, আশাশুনি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রতন কুমার অধিকারী, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মু. আসিব ইকবাল, ও ধান্যহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডল। প্রতিযোগিতা শেষে প্রত্যেক গ্রুপের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগিদের পুরস্কার প্রদান করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ