সাইফুল আজম খান, সাতক্ষীরা: আশাশুনি থানার আলোচিত ওসি নোমানকে ক্লোজড করে পুলিশ লাইন্স সংযুক্ত করা হয়েছে। শনিবার সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ থাকাকালীন সময় নোমান হোসেন এর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীদের আটক করে হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে উৎকোচ আদায়, আটক বানিজ্য, মাসিক মাসোহারা, ছাত্র জনতা হত্যা মামলার আসামি এবি,এম মোস্তাকিম আহমেদকে গারদে না রেখে জামাই আদর, ঘুষ বানিজ্য, আ.লীগ নেতাদের থেকে ফ্রিজ উপহার নেওয়া, ফাঁড়ির জমি লিজ দিয়ে টাকা আত্মসাৎ করাসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। যদিও এসব অভিযোগের ব্যাপারে বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য কালে তিনি কৌশলে এড়িয়ে যান।
এদিকে ওসি নোমান হোসেন এর বিভিন্ন অপকর্ম ও দূর্নীতির সংবাদ পত্রিকাসহ একাধিক অনলাইন পোর্টালে প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর পুলিশ হেডকোয়ার্টার থেকে তদন্তের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারকে নির্দেশ প্রদান করা হয়। একই অভিযোগের প্রেক্ষিতে খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক সাতক্ষীরা জেলা পুলিশকে তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন। সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে আশাশুনি থানার ওসি নোমান হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তের জন্য পুলিশের দুইজন কর্মকর্তাকে দায়িত্বভার দেয়া হয়। তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তারা হলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন, সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান, তালা সার্কেল।
এদিকে আশাশুনি থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে মোঃ সামছুল আরেফিনকে নিযুক্ত করা হয়েছে। এর আগে তিনি সাতক্ষীরা কলারোয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে ওসি নোমান হোসেনকে আশাশুনি থানা থেকে ক্লোজড করে সাতক্ষীরা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

