শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আসছে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি 

আরো খবর

একাত্তর ডেস্ক:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রাথমিকভাবে ৬৮ হাজার শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

এনটিআরসিএর প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা জানান, সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় যাচাই–বাছাই শেষে চাহিদাপত্র অনুমোদন দিলে গণবিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী কার্যক্রম শুরু হবে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম গণবিজ্ঞপ্তির প্রস্তুতি হিসাবে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়। টেলিটকের মাধ্যমে প্রাথমিকভাবে ৭২ হাজারের কিছু বেশি শূন্য পদের তথ্য পাওয়া যায়। এসব পদের সঠিকতা যাচাইয়ের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়।

যাচাই শেষে দেখা যায়, প্রাপ্ত তথ্যের মধ্যে ৬৮ হাজার পদই প্রকৃত শূন্য পদ। এসব পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৭ জুন এক লাখ ৮২২ শিক্ষক নিয়োগের লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। ওই বিজ্ঞপ্তির আওতায় পরবর্তী সময়ে প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয় এবং উল্লেখযোগ্য সংখ্যক পদ পূরণ করতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

এনটিআরসিএ সংশ্লিষ্টরা আশা করছেন, মন্ত্রণালয়ের অনুমোদন মিললে দ্রুতই সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে, যা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র:এনটিআরসিএ/যুগান্তর

আরো পড়ুন

সর্বশেষ