নিজস্ব প্রতিবেদক :
নোয়ালী গ্রামকে মাদক ও সন্ত্রাস মুক্ত ঘোষণা দেওয়ায় ইউপি সদস্য আজব আলীর নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
যশোরের মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ও ১ নং ওয়ার্ড নোয়ালী গ্রামের বারবার নির্বাচিত
ইউপি সদস্য আজব আলী গাজীর বিরুদ্ধে একটি কুচক্রী মহলের মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে।
গত কাল শনিবার দুপুরে এলাকার শত শত নারী পুরুষ ১ ও ২ নং ওয়ার্ডের মধ্যবর্তি স্থান ভরতপুর নিমতলা মোড় সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন আজব আলী মেম্বার মুলত এলাকায় সন্ত্রাসী কার্য্যকলাপ ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাই জনপ্রিয় মেম্বরের বিরুদ্ধে এলাকার কিছু কুচক্রী মহল মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছেন। তাকে সম্মানহানী করার চেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা এলাকাবাসী এমন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ভরতপুর মোড় হতে লক্ষ্মীকান্তপুর প্রায় ৬কিলোমিটার রাস্তা
সংস্কার ও মাদক মুক্ত ওয়ার্ড গড়ার লক্ষে সর্বশ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এক মানববন্ধনে মেম্বর আজব আলী এ সব কথা বলেন। এসময় তিনি বন্যাকবলিত মশ্মিমনগর ইউনিয়নের তার নির্বাচনি এলাকা এক নম্বর
ওয়ার্ডের মসজিদ, মাদ্রসা, রাস্তাঘাট, গভীর নলকুপ প্রদানসহ সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরেন। সভায় শুরুতেই জনপ্রিয় এ নেতা বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করার সুযোগ পেয়ে জাতি গর্বিত। তিনি আরো বলেন, দুইবার ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর বন্যাকবলিত এ ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেলে দাঁড় করিয়েছেন এবং এ ওয়ার্ডে সার্বিক জোয়ার সৃষ্টি হয়েছে। এ ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য তিনি এক নম্বর ওয়ার্ডবাসির প্রতি আহবান জানান। পাশাপাশি তিনি এ ওয়ার্ডকে আধুনিক, পরিকল্পিত, মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান। এ সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের মেম্বর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সনৎ দত্ত, ৩ নং ওয়ার্ড মেম্বর ও মুক্তিযোদ্ধার সন্তান আসাদ আলী, ৫ নং ওয়ার্ডের মেম্বর ইমদাদুল হক শিয়াব, ৯ নং ওয়ার্ডের মেম্বর সরোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক আবু তাহের, জয়নাল আবেদীন, মাষ্টার নজরুল ইসলাম আকবার মোড়ল, আলী হোসেন মামুন, বাবুল্য, খয়বার আলী, আব্দুল মান্নান, আলী হোসেন, মাহাবুর আলম, আমজেদ মোড়ল প্রমুখ।
একাত্তর/কামাল

