একাত্তর ডেস্ক:পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ। বুধবার (১৭ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশে ইউটিউব লাইভে দেওয়া ভাষণে তিনি এ দাবি করেন। এ সময় আবারও গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন ইমরান।
এর আগে এক টু্ইটে ইমরান বলেন, ‘সম্ভবত পরবর্তী গ্রেপ্তারের আগে এটাই আমার শেষ টুইট।’
এদিন আগামী ৩১ মে পর্যন্ত ইমরানকে নতুন মামলায় গ্রেপ্তার করা যাবে না বলে আদেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।
লাহোরে ইমরানের বাসভবন জামান পার্কে উপস্থিত এক সাংবাদিক জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর বাড়ি ঘিরে রেখেছে পাঞ্জাব পুলিশ। যদিও পাকিস্তানের সংবাদমাধ্যমে এখন পর্যন্ত পুলিশের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
তবে জামান পার্কে তল্লাশি চালালেও পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন না বলে জানিয়েছেন ইমরান।
দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি শুনেছি ৪০ জন সন্ত্রাসী আমার বাড়িতে লুকিয়ে আছে। আমার বাড়িতে যদি ৪০ জন সন্ত্রাসী থাকে, তাহলে আমার জীবনও বিপন্ন। দয়া করে তল্লাশি অভিযান চালান কিন্তু আমাকে সন্ত্রাসীদের নাম বলুন এবং আমরা আপনাকে আমাদের পুরো বাড়ি দেখাব।’
এর আগে জামান পার্কে আশ্রয় নেওয়া ৩০-৪০ জন সন্ত্রাসীকে পুলিশের হাতে তুলে দিতে অন্তর্বর্তীকালীন পাঞ্জাব সরকার পিটিআইকে ২৪ ঘণ্টার সময়সীমা দেয়।
গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার হন ইমরান। ওই দিনই ইসলামাবাদ হাইকোর্ট তার গ্রেপ্তারকে বৈধতা দেয়। পরদিন ইমরানকে একটি বিশেষ আদালতে হাজির করার পর দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো ৮ দিনের রিমান্ডে নেয়।
পরে সর্বোচ্চ আদালতে এই গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা দেয় তিন বিচারপতির একটি বেঞ্চ। এরই ধারাবাহিকতায় আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পান ইমরান।

