মণিরামপুর প্রতিনিধি:যশোরের মণিরামপুরে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুল এর ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন উপলক্ষে মণিরামপুর উপজেলা মিলনায়তন কক্ষে ২৫ সেপ্টেম্বর সোমবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল। মণিরামপুর ভূমি অফিসার আলী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মণিরামপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ফারুক আহম্মেদ লিটন সহ আরো অনেকে। চিত্রনায়ক রুবেল তার বক্তব্যে আত্মরক্ষা, ইভটিজিং, সন্ত্রাস, মাদক নির্মূলে মার্শাল আর্ট এর ভূমিকা তুলে ধরেন। এছাড়া ছাত্র–ছাত্রীদের মার্শাল আর্টের বিভিন্ন কলাকৌশল প্যাক্টিকালি শিখিয়ে দেন।

